ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আজ থেকে শুরু বুস্টার ডোজ

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:০১

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকার বুস্টার ডোজ আনুষ্ঠানিকভাবে আজ থেকে দেয়া শুরু হবে। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় গত রোববার পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়া শুরু হয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ দেয়া হবে। এ জন্য এরই মধ্যে সুরক্ষা অ্যাপ প্রস্তুত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে।’ টিকার সংকট নেই জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘করোনার টিকার কোনো অভাব হবে না। এরই মধ্যে আমরা ৩১ থেকে ৩২ কোটি টিকার জোগান নিশ্চিত করেছি। যার মধ্যে ১৫ কোটি টিকা বাংলাদেশে এসেছে। ১১ কোটি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।’ অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘সুরক্ষা অ্যাপ অনেকটা প্রস্তুত হওয়ায় আপাতত ঢাকার বেশ কয়েকটিতে এসএমএসের মাধ্যমে বুস্টার ডোজ দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে গ্রামেও শুরু হবে।’ গত ১৯ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে দেশে বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এ ডোজ দেয়া হয়। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ