বিশ্বজুড়ে যখন করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক সৃষ্টি করছে তখন দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সরকারি-বেসরকারি হাসপাতালে করোনার রোগ কমলেও বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন, আর ঢাকার বাইরে তিন জন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১১৬ জন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন, আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৪৩ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২২৯ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ১০ জন।
কন্ট্রোল রুম জানায়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ