ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তান সফর‌ স্থগিত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২১, ২১:৫৩

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নি‌য়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত একটি বিশেষ অধিবেশনে যোগ দি‌তে পাকিস্তানে যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের। তবে তি‌নি সফর‌টি স্থগিত করেছেন।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র এ তথ‌্য নি‌শ্চিত করেছে। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, প্রতিমন্ত্রী পা‌কিস্তান সফ‌রে যান‌নি। পররাষ্ট্রসচিব ম‌াসুদ বিন মো‌মেন দেশ‌টিতে সফ‌রে গিয়েছেন। তি‌নি বাংলা‌দেশ প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্ব দেবেন।

প্রতিমন্ত্রীর পাকিস্ত‌ান সফর স্থ‌গি‌তের ক‌ারণ জান‌তে চাইলে ওই কর্মকর্তা জানান, ঠিক কী কার‌ণে সফর স্থ‌গিত হ‌য়ে‌ছে, বল‌তে পার‌ছি না।

শ‌নিবার দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে প্রতিমন্ত্রীর ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। প্রতিমন্ত্রীর পা‌কিস্তান সফর স্থ‌গি‌তের স‌ঠিক কারণ না জানা গে‌লেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব‌লে খবর চাউর হ‌য়ে‌ছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভ্রমণের আগে কোভিড সন্দেহ করায় প্রতিমন্ত্রী এ সফর বাতিল করেছেন। একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

জানা গেছে, পাকিস্তানে ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে রোববার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন।

কূটনৈতিক সূত্র বলছে, দীর্ঘ নয় বছর বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ে কোনো সফর হয়নি। সবশেষ, ২০১২ সালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করেছিলেন। এর আগে ২০১০ সালে তৎকালীন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস পাকিস্তান সফর করেন।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ