রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচতলা ভবনের নিচ তলায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শেফালী বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) সুধাংশুর স্ত্রী প্রিয়াঙ্কা রানী ও তার পাঁচ বছর বয়সী ছেলে অরূপের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, গত (২২ নভেম্বর) মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়। রাতে শেফালী ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
দগ্ধ শেফালীর ছেলে পলাশ ঢাকা পোস্টকে বলেন, সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাতে আমার মাও পরপারে চলে গেল। আগে আমার বোন, ভাগ্নে এবং বোন জামাই মারা গেল।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন- সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াঙ্কা রানী (৩২), ছেলে অরূপ (৫) ও শাশুড়ি শেফালী (৫৫)।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ