ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসপাতালে আরো ১০৩ ডেঙ্গু রোগী

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২১, ২১:৪২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২১, ২১:৪৭

নভেম্বর মাসে প্রতিদিনই ১৫০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে গত এক দিনে কিছুটা কমেছে ডেঙ্গু রোগী। সবশেষ ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুজ্বরে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ১০৩ জন।

আগের দিনের তুলনায় রোগী কমেছে ৫৪ জন। হাসপাতালে নতুন ভর্তি রোগীদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন এবং ঢাকার বাইরে ১৪ জন রোগী। ডেঙ্গু আক্রান্তের এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি মাসের ৫ দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৫ জন। আর মারা গেছেন ৪ জন। গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ জন।

তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭০৫ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৪৫ জন এবং অন্যান্য বিভাগে ১৬০ চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হওয়া ১০৩ জনের মধ্য ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৬ জন ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৩ হাজার ৫৮০ জন। আর চলতি বছরে মারা গেছেন ৯৫ জন। সরকারি হিসাবে এর মধ্যে দেশে অক্টোবরে ৫ হাজার ৬০৪ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর অক্টোবরে ২২, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের সাত মাসে মারা যায় ১২ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ