ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী আমরা ধানমন্ডি লেক এলাকায় রবীন্দ্র সরোবরের অনুরূপ নজরুল সরোবর নির্মাণ করব। রবীন্দ্র সরোবরটিও তিনিই (প্রধানমন্ত্রী) নির্মাণ করেছিলেন।’
আজ শুক্রবার নগরভবনে নিজ কার্যালয়ে এসব কথা বলেন মেয়র তাপস। তিনি বলেন, ‘ধানমন্ডি লেক এলাকায় নজরুল সরোবর নির্মাণের জন্য উপযুক্ত স্থানের সন্ধান চলছে। প্রাথমিকভাবে ধানমন্ডি ১৫/এ এলাকাটিকে সরোবর নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে দক্ষিণ সিটির পক্ষ থেকে।’
তাপস বলেন, ‘নজরুল সরোবর, রবীন্দ্র সরোবরের মতোই নগরবাসীর বিনোদন ও বেড়ানোর জন্য একটি দর্শনীয় স্থান হবে। বছরজুড়ে নগরীর মানুষ এখানে অনুষ্ঠানের আয়োজন করবে এবং এটি হবে নগরীর একটি অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র।’
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ