ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববার (১৯ জানুয়ারি) শুনানির কার্যতালিকায় রয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, এটি কার্যতালিকার ১৩ নম্বর ক্রমিকে রয়েছে।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেন।

ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রিভিউ আবেদনটি গত ১৬ অক্টোবর করা হয়। একইসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন।

রিভিউ আবেদনের উদ্দেশ্য হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। শুনানিতে বিচার ব্যবস্থার বিভিন্ন দিক এবং জনগণের স্বার্থের বিষয়গুলো উচ্চ আদালতের সামনে উপস্থাপন করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ