রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দাবিতে এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ৩০ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।
এ সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের প্রতিনিধিদল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিলেন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরে লাঠিচার্জ করলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে গেছেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ