দুদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি।
সোমবার (৬ মার্চ) সফরের অংশ হিসেবে ঢাকার বনানীর নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদর দফতরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
এর আগে সকালে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সই করেন।
এ সময় নৌ সদরের পিএসওরা, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং কাতার অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সফরকালে তিনি সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে আজ (সোমবার) ঢাকা ত্যাগ করবেন তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ