বাংলাদেশ সরকারের হাই-পাওয়ার্ড ‘জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
পাঠকের সুবিধার জন্য পোস্টটি হুবুহুবু তুলে ধরা হলো-
সেমিকন্ডাকটর আর সরকারকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট দিয়ে বছরটা শুরু হলো। এনআরবি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, একাডেমিয়া আর সরকারের পলিসি মেকারদের নিয়ে একটা জাতীয় সেমিকন্ডাকটর টাস্কফোর্স তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সরকারে এমন ডাইভার্স বাট হাই-পাওয়ার্ড টাস্কফোর্স এটাই প্রথম। দেশের বাইরে অনেক বাংলাদেশি আছেন যারা সিলিকন ভ্যালিতে বহুদিন যাবৎ কাজ করছেন। তাদের শক্তিটাকে আমরা এবার কাজে লাগাতে চাই।বুয়েট Bangladesh University of Engineering and Technology (BUET), এম আই এস টি Military Institute of Science and Technology আর ব্র্যাক BRAC University কে নেয়া হয়েছে আমাদের নেক্সট জেনারেশন ট্যালেন্ট তৈরি করার জন্য। আর উল্কাসেমি Ulkasemi, নিউরাল Neural Semiconductor আর প্রাইম সিলিকন আছে ইন্ডাস্ট্রি থেকে।
আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চার পক্ষের সমান পার্টিসিপেশন। প্রত্যেক গ্রুপের ইকুয়াল ভোট। দেশের পলিসি তৈরি হবে কনসেনসাস থেকে। সেটাই এ্যামবিশান।
সেমিকন এর ভবিষ্যত সম্ভাবনা নিয়ে গান গাওয়ার কোনো প্রয়োজন নাই। যারা একটু খোঁজ খবর রাখে সবাই জানে। পার্সোনালি আমি মনে করি আমাদের ডিজাইন থেকে গ্রাজুয়েট করে টেস্টিং আর অ্যাসেম্বলি তে যাওয়ার সময় হয়েছে। ফ্যাব ম্যানুফ্যাকচারিং একটু আকাশ কুসুম হয়ে যাবে। রিয়েলিস্টিক টার্গেট নিতে হবে।
আমাদের ট্যালেন্ট এর অভাব নাই। টেস্টিং ইকুইপমেন্ট, কিছু পলিসি সাপোর্ট, কমিউনাল সফটয়্যার এইসব দিতে পারলে আমি বেশ কনফিডেন্ট যে আমরা এই ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে একটা ডেন্ট করতে পারব।
টাস্কফোর্স মেম্বাররা হলেন...
ইন্ডাস্ট্রি এক্সপার্টস:
ড. মো. এনায়েতুর রহমান, সিইও, উল্কা সেমি
ইশতাক আহমেদ, চেয়ারম্যান, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লি.
এম এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, নিউরাল সেমিকন্ডাক্টর লি.
এন আর বি:
মাশুক রহমান, প্রতিষ্ঠাতা, গ্রিন কোয়েস্ট, ইউএসএ
মোস্তাফিজ চৌধুরী, সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ, সিলিকন ভ্যালি
জহিরুল আলম, নির্বাহী পরিচালক, আইডিএফ
একাডেমিয়া:
প্রফেসর ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ, বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বুয়েট
মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, প্রো-ভিসি, ব্র্যাক ইউনিভার্সিটিবাংলাদেশ সরকার:
আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান, বিডা ও বেজা
আব্দুর রহমান খান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান
শীষ হায়দার চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব
নাহিয়ান রহমান রচি Nahian Rahman Rochi, প্রধান, বিজনেস ডেভেলপমেন্ট, বিডা।নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ