ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

যাত্রীদের র‍্যাপিড পাস কিনতে বলছে মেট্রোরেল কর্তৃপক্ষ

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

মেট্রোরেলে ব্যবহারের জন্য এমআরটি পাসের পরিবর্তে র‍্যাপিড পাস কিনতে অনুরোধ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা লিমিটেড ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে আগে যাত্রীদের কেনা এমআরটি পাসগুলো ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ডিএমটিসিএলের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, ডিএমটিসিএলের পক্ষ থেকে মেট্রো স্টেশনগুলোতে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে র‍্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। এমআরটি পাসের পরিবর্তে এখন র‍্যাপিড পাস ক্রয় করার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি ইতোমধ্যে চালুকরা এমআরটি পাসও যাত্রীরা ব্যবহার করতে পারবেন।

আরও বলা হয়, দুধরনের কার্ডই চলবে এবং রিচার্জ করা যাবে। সিঙ্গেল জার্নি টিকিটের স্বল্পতার বিষয়টি দ্রুতই সমাধান করা হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়টির সমাধান হবে।

এ ছাড়া হাতে যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার জন্য যাত্রীদের বিনীত অনুরোধ জানানো হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ এবং সহযোগিতা প্রত্যাশা করেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ