ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালি ব্যাংকের শাখা ডাকাতের হাতে জিম্মির খবর পাওয়া গেছে। পরে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে থেকে ব্যাংকটি ঘিরে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের একটি শাখাতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর ব্যাংকের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য জানানো হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাইর থেকে ঘিরে রেখেছেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ