ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছাড়া সব মামলা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বক্তৃতা করেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, ‘আমরা ডিজিটাল অ্যাক্ট প্রত্যাহার করছি। আইনটি বাতিল হলে স্পিচ ওপেন্সের হয়রানিমূলক যত মামলা আছে, সব মামলা রহিত হয়ে যাবে।’
তিনি বলেন, শুধু কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং, ছেলেমেয়ের ঘনিষ্ঠতার ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা–এ ধরনের অপরাধের ক্ষেত্রে অব্যাহত থাকবে। কিন্তু সাংবাদিকতা বা মুক্তমনা মানুষ, ভিন্নমতের মানুষের মন্তব্যের জন্য যেসব মামলা সেগুলো কেইস বাই কেইস যাওয়া লাগবে না, সব মামলা একসঙ্গে রহিত হয়ে যাবে।’
এ ছাড়া ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার এবং রেডিও রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার দেয়া হয়েছে, যার মূল্যমান ১ লাখ টাকা। অর্থের সঙ্গে প্রতিটি পুরস্কারে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয়া হয়। পরে পুরস্কার পাওয়া সাংবাদিকদের হাতে নগদ চেক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ