ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পলিথিন বন্ধে আজ থেকে অভিযান

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৪, ১১:২২

পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

আজ বোরবার (৩ নভেম্বর) থেকে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণন বন্ধে শুরু হচ্ছে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীসহ দেশব্যাপী এই অভিযান চালানো হবে। সপ্তাহের ছুটির কারণে শুক্রবার ও শনিবার কার্যক্রম বন্ধ থাকলেও রোববার থেকে পুরোপুরি কার্যকর মনিটরিং শুরু হবে। প্রতিটি দোকানে গিয়ে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ নিশ্চিত করা হবে।

তপন কুমার বিশ্বাস বলেন, কেউ যাতে পলিথিন ব্যবহার করতে না পারে, সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নেব। বিকল্প ব্যাগ হিসেবে বাজারে ইতোমধ্যে পাট ও কাপড়ের ব্যাগসহ অনেক কিছু রয়েছে। সরকারও বিকল্প ব্যাগের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগী।

তিনি আরও বলেন, দশ বছর আগেও মানুষ পলিথিন ছাড়াই বাজার করেছে, তাই এটি সম্ভব। সম্পূর্ণভাবে পলিথিন বন্ধে কিছুটা সময় লাগবে তবে ধাপে ধাপে আমরা তা সফল করব।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সুপারশপের পাশাপাশি কাঁচাবাজারেও এখন থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। পলিথিন ও পলিপ্রপিলিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ