ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কর্মীদের মারধর

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কর্মীদের মারধর এবং ব্যারিয়ার ভেঙে যাত্রীসহ পিকআপ পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুড়িল টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

সিসিটিভির ফুটেজ দেখা যায়, ৯টা ৪৫ মিনিটের দিকে একটি মাঝারি সাইজের পিকআপ এসে থামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায়। পিকআপ বোঝাই ছিল মানুষ। পিকআপে অতিরিক্ত মানুষ দেখে প্লাজার কাউন্টার ম্যান টোল নিতে অস্বীকৃতি জানান।

এরপর তাদের একজনকে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলতে দেখা যায়। এরপর কিছু মানুষ পিকআপ থেকে নেমে অতর্কিতভাবে প্লাজায় থাকা কর্মীদের মারধর করেন। পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনও সুযোগ নেই। সকালে একদল মানুষ এসে যেতে চাইলে আমাদের কর্মীরা তাদের বাধা দেয়। কিন্তু তারা উত্তেজিত হয়ে কর্মীদের আঘাত করে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে চলে যায়।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ