ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আক্রান্তদের মামলা, জিডি করতে বললো আওয়ামী লীগ

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০

দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যারা হত্যাকাণ্ড, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন, তাদেরকে থানায় মামলা অথবা সাধারণ ডায়েরি করতে দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা দিয়ে বলা হয়েছে, আপনার বা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া- অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে, যদি সাধারণ ডায়েরি করতে না দেয়- আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।

'অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট জানাবেন মেইলে [email protected]। আমরা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করছি,' লেখা হয়েছে ওই পোস্টে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ