ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বন্যার্তদের এক দিনের বেতন দিলো তথ্য প্রযুক্তি বিভাগ

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২৪, ২২:০৭

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য জমা দিয়েছেন। যার পরিমাণ ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে এসব টাকার ছয়টি চেক সংশ্লিষ্ট উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এই টাকা দিয়েছেন।

এর আগে, গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থাগুলো এসব চেক জমা দিয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ