বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১০ লাখ ডলার সহায়তা করবে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতে এ সহায়তার কথা জানানো হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় দু:খ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার কথা জানান। এ ছাড়া তারা বঙ্গোপসাগারের নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার, অর্থনৈতিক সম্পর্ক এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন।
বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ