ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে দূরে আছি : সুজন সম্পাদক

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২৪, ১৬:৪৮

ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে আমরা যোজন যোজন দূরে চলে এসেছি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে শনিবার (২৪ আগস্ট) ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক ও রাষ্ট্র বিনির্মাণের’ দাবিতে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

তিনি বলেন, সাত খুনের সময় আমরা একবার এখানে মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এখানে মানববন্ধন করতে দেওয়া হয়নি। আমরা বহু দিন থেকে এই সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে দাবি, আমাদের অধিকার হরণের বিরুদ্ধে দাবি করে আসছি। তারই ফলশ্রুতিতে ৫ আগস্ট এর স্বৈরাচার পতন সম্ভব হয়েছে। আমরা বাংলাদেশে ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করতে পারিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে আমরা অনেক যোজন যোজন দূরে চলে এসেছি।

তিনি বলেন, ছাত্র জনতার নেতৃত্বে আপামর জনতার আন্দোলনে যে সরকারের পতন হয়েছে। সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। এই সরকারের প্রতি আমাদের যে করণীয়, সেগুলো করতে এগিয়ে আসতে হবে। যারা অতীতে অন্যায় করেছে, অনিয়ম-দুর্নীতি করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ