ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধানকে বাধ্যতামূলক অবসর

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২৪, ২২:৩২

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা দুই প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

তাদের মধ্যে হাবিবুর রহমানের নামে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে হাবিবুরকে ডিএমপি কমিশনার ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদফতরে যুক্ত করা হয়েছিল।

২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেয়া হয় মনিরুলকে। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে ২ বছর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

এদিকে, আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পরিবর্তনের পর পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকেও সরিয়ে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ