ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সারা দেশের থানায় থানায় হামলার ঘটনা ঘটেছে। ফলে ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। এতে পুলিশ শূন্য হয়ে গেছে দেশের সব থানা। সেইসঙ্গে ট্রাফিক পুলিশ নেই সড়ক-মহাসড়কেও। গত কয়েকদিন সড়কে শৃঙ্খলার দায়িত্ব ছাত্র-জনতা পালন করলেও আজ বিঘ্ন ঘটে।
রোববার (১১ আগস্ট) খুলেছে সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা। তাই সকাল থেকে দিনভর সড়কে ছিল তীব্র যানজট। বেসামাল পরিস্থিতিত তৈরি হয় পুরো নগর জুড়ে। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল সকাল থেকে মাঠে নামছে ট্রাফিক পুলিশ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ট্রাফিক বিভাগের সব পর্যায়ের কর্মকর্তাকে কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। সংকটময় মুহূর্তে ট্রাফিক পুলিশ শূন্য নগরীতে ছাত্র প্রতিনিধি, সমন্বয়ক, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, বিএনসিসিসহ ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করা সব পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দিনভর যোগাযোগ ও সাক্ষাৎ করে সোমবার থেকে পুরোদমে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক করার পরিকল্পনা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ