ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শপথ নেওয়া দুই উপদেষ্টার দপ্তর বণ্টন

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৪, ১৮:২৭

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। এরমধ্যে বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টাসহ ১৬ জনে দাঁড়িয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে এখন শপথ নেওয়ার বাকি রয়েছেন ফারুক–ই–আজম। আগামী ২-১ দিনের মধ্যে তিনি শপথ নিতে পারেন বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে রাখেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. ইউনূস। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ও ছিল। এ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন দুই উপদেষ্টাকে দেওয়ায় এখন ড. ইউনূসের হাতে থাকছে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ