বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে নির্দেশনা দেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেই সঙ্গে পুলিশই অতিরিক্ত ফোর্স নামিয়েছিল বলে মন্তব্যও করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জয়।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা ভুল কিছু করেননি। তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। তার মানে এই নয় যে- আমার মায়ের নির্দেশেই এ কাজগুলো করেছে। যারা এসবের জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত।’
ছাত্র আন্দোলনে প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এর দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, রয়টার্সের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পাননি। তিনি ভুল কিছু করেননি।’
এদিকে ছাত্র আন্দোলন ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নিলে গত ৫ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে জয়।
রয়টার্সকে তিনি বলেন, ‘আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সময়টাই তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকায় আর সময় ছিল না। সংবিধান অনুযায়ী, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ