ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নৌবাহিনীর কন্টিজেন্টসমূহের সঙ্গে যোগাযোগের নম্বর

প্রকাশনার সময়: ০৮ আগস্ট ২০২৪, ১৭:৫৬ | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ২২:০১

দেশের চললাম পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কেউ যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। তবে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নৌবাহিনীর কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন—

ঢাকা বিভাগ

• ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫

• ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯

• ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স): ০১৭৬৯৭০২৫০৭

• ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪

• ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩

• শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০

• খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩

• পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০

চট্টগ্রাম বিভাগ

• টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬,

• চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১

• কর্ণফুলি টানেল: ০১৭৬৯৭২৬৭৩১,

• বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০

• লাভ লেইন: ০১৭৬৯৭২৬২৬৭

• হাতিয়া: ০১৭৬৯৭৬২০৭৯

• সন্দ্বীপ: ০১৭৬৯৭২২৪৬০

• মহেশখালি: ০১৭৬৯৭২৬২৮১

• সেন্টমার্টিন: ০১৭৬৯৭২৪০২০

খুলনা ও বরিশাল বিভাগ

• খুলনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮৪১৪০

• খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১১১১

• বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯

• বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮

• ভোলা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৮৪৪০০০

• ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭

• মোংলা নৌবাহিনী অপসরুম: ০১৭৮৩৪০১৫৪৯

• মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮৪৫৫৩

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ