ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

কোটা আন্দোলন নিয়ে যা বলল চীন

প্রকাশনার সময়: ৩১ জুলাই ২০২৪, ১২:৫৪

বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসায় আনন্দিত বলে জানিয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী রাষ্ট্র চীন।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত প্রেস কনফারেন্সে বলেন, বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সব কিছুতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এতে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন আনন্দিত।

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন সংস্থার উদ্বেগ প্রকাশের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও লিন জিয়ান বলেন, চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা হয়েছিল, সেই সমঝোতার আলোকে দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ