ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

অব্যবহৃত ইন্টারনেট প্যাকেজের কি হবে!

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২৪, ১৫:১৬

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত এক সাপ্তাহ ধরে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এই সময়ে বা তার আগে যারা সপ্তাহ মেয়াদি ডেটা কিনেছিলেন, তাদের অনেকের ডেটার মেয়াদ ইন্টারনেট বন্ধ থাকা সময়ে শেষ হয়ে গেছে। এখন ওই অব্যবহৃত ডেটার কী হবে, সেই প্রশ্ন দেখা দিয়েছে ইন্টারনেট ডেটা ব্যবহারকারী অনেক গ্রাহকের মধ্যে।

এ ব্যাপারে সাবেক ডাক ও টেলিযোযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘যাদের মোবাইল ডেটা ইন্টারনেট অব্যবহৃত রয়েগেছে তাদের জন্য ডেটা ইন্টারনেট চালু হলে তার সমাধান করা হবে। তবে এব্যাপারে অবশ্যই গ্রাহকের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাহক এবং ডেটা অপারেটরদের সাথে সমন্বয় করে বিষয়টিকে সমাধান করা হবে বলে তিনি জানান।’

এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সন্ধ্যা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ কলেজ এলাকায় মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা সীমিত করা হয়। পরদিন ১৭ জুলাই থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির নির্দেশে অপারেটররা এপদক্ষেপ নেয়।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ