ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

‘কমপ্লিট শাটডাউনে’ ১৩ জনের প্রাণহানি

প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২৪, ১৮:৩৩

কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংঘর্ষে নিহত চারজনের মরদেহ রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে রয়েছে। হাসপাতালটির পরিচালক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী। অপর দুজনের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে পুলিশ ও র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে উত্তরায় দুজন নিহতের খবর পাওয়া যায়। তাদের একজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই মারা যান এবং আরেকজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে মারা যান। দুই হাসপাতালের চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেন।

সব মিলিয়ে উত্তরায় ছয়জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া ধানমণ্ডিতে সংঘর্ষে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী এবং এক শিক্ষার্থী, যাত্রাবাড়ীতে এক রিকশাচালক, সাভারে এক শিক্ষার্থী মাদারীপুরে এক শিক্ষার্থী এবং নরসিংদীতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ