মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

৬ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল শুরু

প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২৪, ১৮:০৭ | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১৮:১৬

কোট বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আওতায় রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছিলেন তারা। ফলে প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

বুধবার (১০ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে একটি ট্রেন কারওয়ান বাজার ক্রসিং অতিক্রম করে।

এর আগে, দুপুর ১২টার পর কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকার কারওয়ান বাজার রেলগেটে রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে পুরো ঢাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে রেলপথের বাইরে থাকা স্লিপার তুলে রেললাইনের ওপর রাখে এবং জাতীয় পতাকা নিয়ে রেললাইনে দাঁড়িয়ে যায়।

এদিকে, এরই মধ্যে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ