দেশে পর্যাপ্ত পরিমান সাপের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম রয়েছে। কখনও এর সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বৃহস্পতিবার (২৭ জুন) তিনি এ দাবি করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনবো, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেবো না।
সাপে কাটার পর রোগীদের হাসপাতালে আনার বিষয়ে জোর দেন সামন্ত লাল। তিনি বলেন, সাপে কাটার পর দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। তাহলেই মৃত্যু এড়ানো যাবে।
সাপে কাটা রোগী হাসপাতালে নিতে জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাপে কাটা ব্যক্তিদের তো আর চিকিৎসকরা হাসপাতালে আনতে পারবে না। তাই এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতঙ্ক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগির উত্তীর্ণ হবো।নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ