নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দু’জন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫ টার দিকে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার একথা জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশে বিকট শব্দে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ