ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের দেশ ছাড়ার গুঞ্জন উঠেছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে সরানো হয়েছে এনবিআর থেকে। তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনও। ইতোমধ্যে আদালত সপরিবারে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে এর মধ্যেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে শোনা যাচ্ছে।
গুঞ্জন উঠেছে, গতকাল রোববার (২৩ জুন) বিকেলে নিজের পরিচয় আড়াল করে মাথা ন্যাড়া করে আখাউড়া সীমান্ত দিয়ে পাশের দেশ ভারতে চলে গেছেন মতিউর রহমান।
তবে মতিউর রহমানের দেশ ছাড়ার ব্যাপারে এনবিআরের একটি সূত্র জানালেও সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। দায়িত্বশীল কেউই এ ব্যাপারে মুখ খুলছেন না।
এদিকে সোমবার (২৪ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। যদিও তার স্ত্রী-পুত্র আগেই দেশ ছেড়েছেন বলে খবর বেরিয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ