ঢাকা, বুধবার, ৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ জিলহজ ১৪৪৫

চমেক’র কোটি টাকার বিল বকেয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৪, ১৭:৫৯ | আপডেট: ২৪ জুন ২০২৪, ২০:২১

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মেডিকেলের অ্যাকাডেমিক ভবনে সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিদ্যুৎ সংযোগ নেই।

চট্টগ্রাম মেডিকেল কলেজের নামে এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিল বকেয়া থাকার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ১১ জুন বিল পরিশোধ করতে নোটিশ পাঠিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

নোটিশে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের চারটি বিদ্যুৎ সংযোগের নামে এক কোটি ২৯ লাখ ৪৫ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। সাতদিনের মধ্যে বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, আমাদের কিছু বিল বকেয়া রয়েছে। সেটি পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে চিঠি দিয়েছিল। আমরা বিল পরিশোধ করতে না পারায় সোমবার সকাল থেকে কলেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

মেডিকেল কলেজে বিদ্যুৎ না থাকলেও হাসপাতালে বিদ্যুৎ সংযোগ আছে। তাই রোগীর চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ