ভারত সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সকাল এগারোটায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি ভারত সফরের বিস্তারিত অবহিতকরণের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত শুক্রবার দিল্লি যান প্রধানমন্ত্রী। সফর শেষে শনিবার দেশে ফেরেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও নয়াদিল্লি আজ দুটি প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃতসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ