ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বনশ্রী খালের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু

প্রকাশনার সময়: ১৯ জুন ২০২৪, ২৩:৩৮

বনশ্রী খাল পাড়ের একটি অংশ দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সীমানায় অবস্থিত। তাই সেখান থেকে কোনো সিটি করপোরেশন কোরবানির বর্জ্য অপসারণ করেনি।

বিষয়টি নজরে আসার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের নির্দেশনায় দুপুর ১২টা থেকে ১০টি ডাম্প ট্রাক, ১টি হুইল অ্যাসকেভেটরসহ প্রয়োজনীয় লোক নিয়ে বনশ্রী খাল পাড়ের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন। যা আগামীকাল সম্পন্ন হবে।

বুধবার (১৯ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৫টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই হয়েছে। ইতোমধ্যে সকল ওয়ার্ড (৪১ নম্বর ওয়ার্ড ছাড়া) থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

চাঁদরাত হতে শুরু করে গত ৩ দিনে ৫ হাজার ৩১৯ টি ট্রিপের মাধ্যমে ২৩ হাজার ৯৫৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এ ছাড়া আজ সন্ধ্যার মধ্যে সকল পশুর হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বশেষ মেরাদিয়া হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ