চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ১১টা ৫০ এ আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ।
তিনি জানান, বেলা ১১টার দিকে নগরীর সিটি গেট এলাকার ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ