রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে গান্ধী পরিবারের সাক্ষাৎ

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ১৭:৩৪ | আপডেট: ১০ জুন ২০২৪, ১৮:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধী। এ সময় সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন তার ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কন্যা ও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী।

ভারতের নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে সোমবার (১০ জুন) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে নয়াদিল্লি সফর করছেন প্রধানমন্ত্রী।আজ সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ