রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, দিল্লি যাচ্ছেন শনিবার 

প্রকাশনার সময়: ০৭ জুন ২০২৪, ১৫:৫১ | আপডেট: ০৭ জুন ২০২৪, ১৫:৫৯

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে উদ্দেশে আগামীকাল শনিবার (৮ জুন) সকালে ঢাকা ছাড়বেন তিনি।

শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন তিনি।

এর আগে গত বুধবার (৫ জুন) শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

এর আগে ৮ জুন মোদীর শপথ অনুষ্ঠানের কথা ছিল।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ