রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

৫৮ উপজেলায় বন্ধ হচ্ছে লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট

প্রকাশনার সময়: ০৩ জুন ২০২৪, ১৮:২৩

আগামী ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫৮ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে কতিপয় নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পাঠান।

চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচন ৫ জুন (বুধবার) অনুষ্ঠিত হবে।

এই ধাপের নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত অর্থাৎ ৪ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৫ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত সব নির্বাচনী এলাকায় বিশেষ কয়েকটি নৌযান যথা; লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা জেলা প্রশাসকদের অর্পণ করা হলো।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ