রাজধানীর ফার্মগেট গ্রিন সুপার মার্কেটে এসি মেরামতের সময় বিস্ফোরণে মো. দিদার হোসেন (২৯) নামে এক মিস্ত্রী আহত হয়েছেন।
শনিবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহত দিদার হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার মো. খোরশেদ আলমের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আবু নাঈম জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে তারা এসি মেরামতের কাজ করেন। দুপুরে ফার্মগেট এলাকায় এসি মেরামতের সময় পুরোনো একটি এসি থেকে বিস্ফোরণ ঘটে। এতে মাথা, চোখ, মুখ ও বুকে আঘাত লেগে গুরুতর আহত হন দিদার। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দিদার নামের ওই যুবকের অবস্থা খুবই গুরুতর। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ