রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

নিউমার্কেট এলাকা দখলমুক্ত করলো পুলিশ

প্রকাশনার সময়: ০১ জুন ২০২৪, ১৮:৩০

রাজধানীর নিউমার্কেট এবং আশপাশের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের মো. জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, যান চলাচল স্বাভাবিক করার জন্য এ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে নিউমার্কেট ক্রসিং থেকে ঢাকা কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে এবং গাউছিয়া মার্কেট থেকে বাটা সিগনাল পর্যন্ত অবৈধভাবে সড়ক দখল করে দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়ক দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিউমার্কেট এলাকায় চলাচলকারী যাত্রী ও পথচারীরা পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ