রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

এমপি আনারের মৃত্যুতে পরিবহন মালিক সমিতির শোক

প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৮:২০

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এই সমিতির সহ-সভাপতি ছিলেন এমপি আনার।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর সই কার এক শোক বার্তায় বুধবার (২২ মে) বিকেলে এই শোক জানানো হয়। এতে সমিতির পক্ষে আরও শোক জানান সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন।

শোক বার্তায় বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও কালিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতা নিউ টাউন এলাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। তার আকস্মিক মৃত্যুর সংবাদে গভীর শোক ও সমবেদনা এবং এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও বলা হয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অতি শিগগিরই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ