ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ জিলহজ ১৪৪৫

হজ করতে সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ বাংলাদেশি

প্রকাশনার সময়: ২১ মে ২০২৪, ০৯:২০

বাংলাদেশ থেকে এ পর্যন্ত পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৯৭২ জন।

মঙ্গলবার (২১ মে) প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হজ বুলেটিনের তথ্যমতে, ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৬টি, সৌদি এয়ারলাইনসের ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ