রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

ফ্লাইওভারে গাড়িতে আগুন

প্রকাশনার সময়: ১৬ মে ২০২৪, ১৩:৫৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন ধরে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে গাড়িটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুপুর পৌনে একটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানায়, গাড়িটিতে শুধু চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন। কেউ হতাহত হয়নি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ