যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (১৬ মে) ভোর পৌনে ৪টায় শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
সফরকালে সরকারি ও বেসরকারি পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন ডোনাল্ড লু।
মঙ্গলবার ঢাকা পৌঁছে তিনি নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সঙ্গে বৈঠক করেন। রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন। সেখানে এক নৈশভোজ অংশ নেন তিনি।
এরপর বুধবার তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এসব বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ডোনাল্ড লু বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর পেছনে নয়, সামনের দিকে এগিতে নিতে চায়।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ