মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন। তার এ সফরকে ঘিরে দেশের রাজনীতিতে উত্তাপ-উত্তেজনা লক্ষ্যণীয়। জনগণের মধ্যেও নানা আলোচনা-সমালোচনা ও বিতর্ক চলছে। নানা হিসাব নিকাশ চলছে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষক মহলে। মার্কিন সরকারের এই প্রতিনিধির সফরকালে কোন কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত আসতে পারে দেন-দরবার হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। মোটকথা সবার অপেক্ষা এখন ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর এবং পরবর্তী পরিস্থিতি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ডোনাল্ড লু-এর এই সফর-এমন দাবি সরকারি দল আওয়ামী লীগের; আর বিএনপি বলছে, এ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তবে একাধিক সূত্রের দাবি, বিএনপি নেতারা প্রকাশ্যে ডোনাল্ড লু’র সফর নিয়ে অনাগ্রহ দেখালেও নেপথ্যে তার সঙ্গে সাক্ষাতের জোর চেষ্টা চালাচ্ছে।
এসবের মধ্যেও কি হতে যাচ্ছে ডোনাল্ড লু’র এই সফরে তা নিয়ে কমবেশি আগ্রহ সবার মধ্যে ঘুরে ফিরছে। একাধিক কূটনৈতিক সূত্র নয়া শতাব্দীকে জানিয়েছে, ডোনাল্ড লু’র এই সফরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে করণীয় ও সহযোগিতার প্রকৃতি, রোহিঙ্গা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক সন্ত্রাসবাদসহ অর্থনীতি ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা বিষয় ঠাঁই পাবে।
বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে ফেরত দেয়ার জোর তাগিদ এবারও থাকবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ