ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

বাড়ছে হজযাত্রীদের ভিসা আবেদনের সময় 

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১৪:৪৪

আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। কিন্তু বেশিরভাগ হজযাত্রীর ভিসা হয়নি এখনও। এদিকে আজ মঙ্গলবারই (৭ মে) ভিসা আবেদনের শেষ দিন।

তাই ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সময় আরও বাড়বে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করবেন কিন্তু এখন পর্যন্ত ৩৫ হাজারের মতো ভিসা সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ভিসা আবেদনের সময় বাড়বে। আমাদের টেনশন আছে। আমরা কাজ করছি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ