তীব্র দাবদাহের পর রাজধানীতে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়েছে। টানা কয়েক সপ্তাহের তাপপ্রবাহে পর দুদিন আগে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। এরই ধারাবাকিহতায় সবশেষ আজ আবারও বৃষ্টি নামে। এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি দেখা দেয় মানুষের মাঝে।
রোববার (৫ মে) রাত সাড়ে ৯টার পর থেকে নগরীর বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে। ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পর রাত সোয়া ১০টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। আকাশে চমকাচ্ছে বিদ্যুৎ। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরছে শিলা। অর্থাৎ মৌসুমের প্রথম শিলাবৃষ্টির অভিজ্ঞতা নিচ্ছে নগরবাসী।
জানা গেছে, সেগুনবাগিচা, তেজগাঁও, কারওয়ান বাজার, মিরপুর ও বাড্ডাসহ রাজধানীর বেশ কিছু এলাকায় একসঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।
এদিকে, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ