জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে দুটি মামলা দায়েল করা হয়েছে। এ ঘটনায় তাকে আজ আদালতে তোলা হবে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির বৃহস্পতিবার (০২ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মিল্টনের বিরুদ্ধে এ পর্যন্ত ২ টি মামলা রুজু হয়েছে। এছাড়াও আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ডিবি সূত্র জানিয়েছে, মিল্টনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে হওয়া মামলা তদন্ত করবে ডিবি পুলিশ। রিমান্ডে আনলে আরও তথ্য জানা যাবে। যে কারণে তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
এর আগে আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ