ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় তার বাম পায়ের সব আঙ্গুল কাটা পড়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকের এই দুর্ঘটনা ঘটে। এরপর আনু মুহাম্মদকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত আনু মুহাম্মদের পায়ের চিকিৎসা চলছে।
আনু মুহাম্মদকে হাসপাতালে নিয়ে আসা মাহাতাব বলেন, খিলগাঁও রেলগেট এলাকা থেকে ধীরে চলতে থাকা একটি ট্রেন কমলাপুর যাচ্ছিল। কমলাপুর যাওয়ার জন্য সে ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন আনু মুহাম্মদ। এসময় সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান তিনি। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে।
আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। ২০২৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ