ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৫:৫১

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টেকপাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার সংবাদ পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ ছিল। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। আনুমানিক ২০টির বেশি কাঁচাঘর পুড়ে গেছে। তাছাড়া পার্শ্ববর্তী ৪তলা বিশিষ্ট একটি পাকা ভবন আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ